ads

Clipboard and Font Style Commands in Excel

আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে জানতে পেরেছি প্রত্যেকটি মেনুর আন্ডারে কিছু কমান্ড (সাব-্মেনু বা ফরম্যাটিং টুল) আছে যা মেনুবার এর নিচে Ribbon Area -তে দেখা যায়। এখানে বলে রাখা ভাল Microsoft Excel 2007 -এ এই কমান্ডগুলোকে ব্লক বা group আকারে সাজানো থাকে। যেমন Home মেনুতে দেখা যায় Clipboard, Font, Alignment, Number, Style, Cells, Editing নামে গ্রুপগুলো সুন্দরভাবে সাজানো আছে। এই গ্রুপসমুহ থেকে আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে Clipboard এবং Font গ্রুপের কমান্ডগুলো ব্যবহার করে আমাদের বিভিন্ন কাজের worksheet -কে সুন্দরভাবে উপস্থাপণ করতে পারি।

Clipboard নামক গ্রুপ-এ Cut, Copy, Paste, Past special, Format Painter এই কমান্ডগুলোর ব্যবহার জানা সকলের জন্য জরুরী। কারন কোন Text -কে একস্থান হতে অন্য স্থানে সরিয়ে নেওয়ার জন্য Text সমুহ কে সিলেক্ট করার পর Cut কমান্ডে ক্লিক করে যেখানে নিয়ে যেতে চাই সেখানে ক্লিক করে Paste কমান্ড ক্লিক করলেই নির্বাচিত লেখাগুলো সেখানে সরে যাবে। একইভাবে Copy কমান্ড ব্যবহার করে নির্বাচিত লেখাগুলোর মত একই লেখা অন্যত্র লিখে সময় ও পরিশ্রম কমিয়ে নিতে পারি।

আবার Font group এর কমান্ডগুলো ব্যবহার করে নির্বাচিত লেখাগুলোকে বিভিন্ন ধরনের Font style ব্যবহার করে দৃষ্টিনন্দন ভাবে উপস্থাপন করা যায়। এছারাও Font size, border, Font color, background color সহ নির্বাচিত লেখাসমুহ Bold, Italic ও Underline কমান্ড ব্যবহার করে আমাদের লেখাগুলোকে দৃষ্টিনন্দন ভাবে উপস্থাপন করতে পারি।

বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখে নিন, এখানে অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় উপরোক্ত কমান্ডগুলোর ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই দেরী না করে ভিডিওটি দেখুন এবং এক্সেল বাংলা প্লাস চ্যানেলে Subscribe করুন।


Clipboard and Font Style Commands in Excel Clipboard and Font Style Commands in Excel Reviewed by Multi-blogger on 10:24 AM Rating: 5
ads
Powered by Blogger.